ব্রাড পিটের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ০৫:৫২

ব্রাড পিটের জন্মদিন আজ

দীর্ঘদিন ধরেই বিভিন্ন মিডিয়া ব্রাড পিটেকে ডেকে আসছে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় মানুষ হিসেবে। ১৮ ডিসেম্বর (শনিবার) এ অভিনেতার ৫৮তম জন্মদিন। জানা গেল, জন্মদিনে নিজেকে ঢিলেঢালা শিডিউলের মধ্যেই রাখতে চান ব্রাড পিট।

১৯৬৩ সালের ১৮ ডিসেম্বরে একটি রক্ষণশীল খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন পিট। বড় হয়েছিলেন একজন ধর্মযাজক হিসেবে। অভিনয় জীবনে তার পদার্পণ হয় ১৯৮৭ সালে। নো ওয়ে আউট, নো ম্যানস ল্যান্ড এবং লেস দ্যান জিরো, সিনেমাগুলোর মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার।

অ্যাওয়ার্ডের দিক থেকে পিট সবচেয়ে এগিয়ে। লম্বা এই পুরস্কারের তালিকায় উল্লেখযোগ্য কিছু পুরস্কার ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে ৩টি প্রধান চরিত্রে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার এবং ৭টি গোল্ডেন গ্লোভ অ্যাওয়ার্ড জেতার রেকর্ড এবং ৬টি অ্যাকাডেমি পুরস্কার।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top