ঐশ্বরিয়াকে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ০৫:১০

 ঐশ্বরিয়াকে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি

‘পানামা পেপারস’ কেলেঙ্কারিতে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার (২০ ডিসেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত প্রায় ৫ থেকে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে।

এর আগে অভিনেত্রীকে হাজির হওয়ার জন্য সমন পাঠায় ইডি। এদিন রাতে ইডি অফিস থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ঐশ্বরিয়া। কিন্তু কারও কোনো প্রশ্নের উত্তর না দিয়ে গাড়িতে উঠে চলে যান তিনি। তখন তার ছবি ধরা পড়ে ক্যামেরায়। অভিনেত্রীকে কালো ওভারকোট, কালো চশমা এবং একটি মাস্ক পরা অবস্থায় দেখা গেছে।

এর আগেও দুইবার ঐশ্বরিয়াকে ডাকা হলেও তিনি তদন্তকারীদের চিঠি দিয়ে দেখা না করার আবেদন করলে তা গ্রহণ করা হয়। কিন্তু এবার আর তিনি পার পেলেন না। সম্প্রতি এই মামলায় অভিষেক বচ্চনকেও তলব করেছিল ইডি।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top