আজীবন সন্মাননা পাচ্ছেন রফিকুল আলম

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ০৪:৫০

আজীবন সন্মাননা পাচ্ছেন রফিকুল আলম

‘টিএম রেকর্ড-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড’ আসরে আজীবন সন্মাননা পাচ্ছেন বিশিষ্ট সংগীতশিল্পী রফিকুল আলম। সংগীত বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

অন্যদিকে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল গান বাংলা জনপ্রিয় অনুষ্ঠান 'উইন্ড অব চেঞ্জ' এর মাধ্যমে বাংলা গানকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দেয়ার ক্ষেত্রে ভূমিকা রাখায় সিজেএফবি বিশেষ সন্মাননা পাচ্ছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে 'সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড-২০২০'। এটি সিজেএফবি'র ২০তম আসর। বিগত সময়ের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে দেশসেরা তারকাদের উপস্থিতিতে উদযাপিত হবে অনুষ্ঠানটি।

উল্লেখ্য, দেশের জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top