মুক্তি পেয়েছে নোরার ‘ডান্স মেরি রানি’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ০৪:৫৮

নোরা ফতেহি ও গুরু রান্ধাওয়ার ‘ডান্স মেরি রানি’ গানটি মুক্তি পেয়েছে। এর আগে এ জুটি ‘নাচ মেরি রানি’ গান দিয়ে জয় করে নেন ভক্তদের মন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে গানটি ইউটিউবে প্রকাশের পর থেকে প্রশংসায় ভাসছেন নোরা। সম্প্রতি নোরার সত্যমেব জয়তে ২ গান ‘কুসু কুসু’ গানটি প্রকাশ পায়। এর রেশ শেষ হতে না হতেই হাজির হন নতুন গানে।
গানটিতে নোরাকে একজন মৎস্যকন্যা হিসেবে দেখানো হয়েছে এবং গুরু নৌকায় বসে মাছ শিকার করছেন। গুরু তাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে একজন মানুষে রূপান্তরিত হয়ে যান। এরপর দেখা যায় দুজনের রোমান্স। ৩.৪২ সেকেন্ডের ভিডিওটিতে গুরু রান্ধাওয়াও একটি প্রশংসনীয় কাজ করেছেন।
গানটি সম্পর্কে নোরা বলেন, আমি কৃতজ্ঞ বিশ্বের সমস্ত মানুষ যারা ‘নাচ মেরি রানি’ গানটিতে ভালোবেসেছে। এই গানকে আরও এক ধাপ উপরে নিয়ে যাওয়ার জন্য আমি আমার ভক্তদের কাছে কৃতজ্ঞ।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: ডান্স মেরি রানি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।