গুরুতর আহত ‘বাচপান কা প্যায়ার’ গানের সাহদেব

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১, ০৫:৫৭

গুরুতর আহত ‘বাচপান কা প্যায়ার’ গানের সাহদেব

সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় ‘বাচপান কা প্যায়ার’খ্যাত সাহদেব মাথায় আঘাত পেয়েছে। মাত্র ১০ বছর বয়সে গান গেয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সে। ২৮ ডিসেম্বর একটি সড়ক দুর্ঘটনায় শিকার হয়।

ভারতীয় গণমাধ্যমে স্থানীয় পুলিশ জানিয়েছে, ছেলেটি ছিল ছত্তিশগড়ের রাস্তায়। এসময় একটি মোটরসাইকেলে ছিল সে। হঠাৎ ছিটকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে। তার সাথে থাকা বাইকে আরেক আরোহীও সামান্য আঘাত পেয়েছে। তখন অবিলম্বে জেলার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তারপরে জগদলপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

র‌্যাপার বাদশা এই দুর্ঘটনার খবর জেনে টুইটারে লিখেছেন, ‘সাহদেবের পরিবার এবং বন্ধুদের সাথে যোগাযোগ করেছি। হাসপাতালে যাওয়ার পথে সে অজ্ঞান হয়ে পড়েছে। আমি তার জন্য সেখানে আছি। আপনাদের প্রার্থনা প্রয়োজন।’

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top