আর্নল্ড শোয়ার্জনেগারের বিবাহ বিচ্ছেদ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ০৬:০০

২৫ বছরের সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল আগেই। এক দশক ধরে আলাদা থাকছিলেন আর্নল্ড শোয়ার্জনেগার ও মারিয়া শ্রিভার। অবশেষে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন তারা।
প্রায় ১০ বছর ধরে আলাদা থাকার পর এবার সরকারিভাবে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগার ও সাহিত্যিক মারিয়া শ্রিভার।
১৯৮৬ সালে মারিয়া শ্রিভারের সঙ্গে বিয়ে হয় আর্নল্ড শোয়ার্জনেগারের। ১৯৭৭ সালে একটি টেনিসের ইভেন্টে তাদের আলাপ হয়। ৯ বছর পর তারা বিয়ে করেন। ১৯৮৯ থেকে ১৯৯৭ সালের মধ্যে তাদের চার সন্তান ক্যাথারিন শোয়ার্জনেগার, ক্রিস্টিনা শোয়ার্জনেগার, প্যাট্রিক শোয়ার্জনেগার ও ক্রিস্টোফার শোয়ার্জনেগারের জন্ম হয়।
২০০৩ থেকে ২০১১ পর্যন্ত যখন দু’বার ক্যালিফোর্নিয়ার গভর্নর ছিলেন আর্নল্ড শোয়ার্জনেগার, সেই সময়ও তার সঙ্গে মারিয়া শ্রিভারের সম্পর্ক ভাল ছিল। কিন্তু ‘দ্য টার্মিনেটর’-খ্যাত অভিনেতা প্রকাশ্যে বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে নেওয়ার পরেই স্ত্রীর সঙ্গে সম্পর্কে চিড় ধরে।
২০১১ সালের মে মাসে জানা যায়, আর্নল্ড শোয়ার্জনেগারের সঙ্গে ১৯৯৭ সালে তাদের বাড়ির পরিচারিকা মাইলড্রেড প্যাটি বাইনার বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। তাদের একটি সন্তানেরও জন্ম হয়। সেই সন্তানের নাম জোশেফ বাইনা।
এরপরেই আলাদা থাকতে শুরু করেন মারিয়া শ্রিভার। এবার তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।