সংগীতশিল্পী সিঁথি করোনায় আক্রান্ত
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২২, ০৪:২৭

সংগীতশিল্পী সিঁথি সাহা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) বিকেলে করোনা পরীক্ষা করান। বৃহস্পতিবার সকালে ফলাফল পজিটিভ আসে। ডাক্তারের পরামর্শে আপাতত বাসায় রয়েছেন এই শিল্পী। এসব তথ্য নিশ্চিত করেছেন সিঁথি নিজেই।
কয়েকদিন থেকেই শরীর খারাপ সিঁথির। তা জানিয়ে তিনি বলেন, ‘বুধবার অফিসেই ছিলাম। শরীরটা ভীষণ ব্যথা করছিল, খুব খারাপ লাগছিল। দাঁড়াতে পারছিলাম না। দ্রুত বাসায় ফিরে বিকেলেই করোনা পরীক্ষা করাই।’ জ্বর, কাশি, গলাব্যথা, মাথাব্যথা ও পেটব্যথা আছে। ডাক্তারের পরামর্শে এখনও চিকিৎসা চলছে।
উল্লেখ্য, এরই মধ্যে স্টেজ শো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন সিঁথি। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার কারণে নির্ধারিত শো বাতিল করেছেন বলেও জানান এই গায়িকা।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।