হলিউড অভিনেতা বব সেগেটের মরদেহ উদ্ধার
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২২, ০৪:৫৬

মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেতা বব সেগেটের রহস্যময় মৃত্যু হয়েছে। জনপ্রিয় এই কৌতুক অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রোববার ফ্লোরিডার ওরল্যান্ডের একটি হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
সেখানে বলা হয়েছে, হোটেল কর্তৃপক্ষের ফোন পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারা ৬৫ বছর বয়সী অভিনেতার মৃতদেহ উদ্ধার করে।
কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে হোটেল কক্ষে মাদক ব্যবহারের কোনো আলামতও পায়নি পুলিশ। ধারনা করা হচ্ছে স্ট্রোক করেই পৃথিবীর মায়া ছেড়েছেন বব সেগেট।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।