৪ হাসপাতাল ঘুরেও বাঁচানো গেলো না স্বপ্নীলকে
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২২, ০৫:২০

গীতিকবি ও সুরকার এফ এইচ সরকার স্বপ্নীল মারা গেছেন। শনিবার (১৫ জানুয়ারি) রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
স্বপ্নীলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও স্বপ্নীলের ভাগ্নে রাজীব ।
স্বপ্নীলের ভাগ্নে রাজীব জানান, গত এক মাস ধরে যাত্রাবাড়িতে বোনের বাসায় ছিলেন গীতিকার-সুরকার স্বপ্নীল। শনিবার সন্ধ্যায় হঠাৎ তিনি অসুস্থবোধ করেন। এরপর তাকে প্রথমে ইসলামিয়া হাসপাতাল, পরে হলি ফ্যামিলি এবং জাতীয় হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ঘুরে নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে চিকিৎকরা তাকে বাচানোর জন্য স্যালাইন ও ইনজেকশন দেন। কিন্তু এর কিছুক্ষণ পরই রাত ১১টায় মারা যান তিনি।
স্বপ্নীলের লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে আয় প্রাণের উৎসবে, রোদেলা দুপুরে, জল ছায়া, এখনই বিদায় বলো না, মাঝিরে প্রভৃতি। স্বপ্নীলের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে গীতিকবি সংঘ বাংলাদেশ।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।