রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

পণ্ডিত বিরজু মহারাজ আর নেই

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২২, ০৩:৩০

পণ্ডিত বিরজু মহারাজ আর নেই

কিংবদন্তি নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ আর নেই। রবিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সাধক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বিরজু মহারাজের এক আত্মীয় জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বিরজু মহারাজ। রবিবার রাতে দিল্লির বাড়িতে নাতির সঙ্গে খেলছিলেন তিনি, তখন আচমকাই শরীর খারাপ করে তার। দ্রুত দিল্লির সাকেত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন ডাক্তার। বেশ কিছুদিন ধরেই কিডনির সমস্যায়ও ভুগছিলেন পণ্ডিত বিরজু মহারাজ।

পণ্ডিত বিরজু মহারাজ একজন দক্ষ গল্পকারও ছিলেন। তার অভিব্যক্তি থেকে কঠিন ছিল চোখ ফেরানো। জীবনের ঘটনার সঙ্গে নাচ মিশিয়ে দিতেন তিনি। এইভাবেই কত্থক নৃত্যে এক অন্য মাত্রা যোগ করেছিলেন তিনি; সেখানেই অনন্য বিরজু মহারাজ।


এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top