জনপ্রিয় মার্কিন গায়ক মিট লোফ মারা গেছেন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২২, ০৬:৫১

মার্কিন গায়ক মাইকেল লি অ্যাড (৭৪) মারা গেছেন। যিনি হলিউডে মিট লোফ নামে সর্বাধিক পরিচিত। তাঁর `ব্যাট আউট অব হেল’ সর্বকালের সর্বাধিক বেশি বিক্রীত অ্যালবামের অন্যতম। বিশ্বব্যাপী তাঁর গানের অ্যালবাম বিক্রি হয়েছে ১০ কোটিরও বেশি।
শুক্রবার (২১ জানুয়ারি) এই খ্যাতিমান গায়কের পরিবার তাঁর মৃত্যুর খবর জানিয়েছে।
ছয় দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য কর্মজীবন তাঁর। ৬৫টি চলচ্চিত্রে তাঁর গান ব্যবহৃত হয়েছে। মিট লোফের বিখ্যাত গানগুলোর মধ্যে ব্যাট আউট অব হেল ট্রিলজি সবচেয়ে বেশি সমাদৃত। এ ছাড়া একই অ্যালবামের ‘প্যারাডাইস বাই দ্য ড্যাশবোর্ড লাইট’ এবং ১৯৯৩ সালের ব্যাট আউট অব হেল টু অ্যালবামের ‘আই শুড ডু অ্যানিথিং ফর লাভ’ ব্যাপক জনপ্রিয়তা পায়।
শারীরিক কিছু জটিলতার কথা জানিয়েছিলেন মিট লোফ। তিনি হাঁপানির (অ্যাজমা) সমস্যায় ভুগছিলেন।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: মিট লোফ মার্কিন গায়ক
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।