আবারো একসাথে ডক্টর স্ট্রেঞ্জ ও স্পাইডারম্যান
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২২, ০৫:১৫

২০১৬ সালে মুক্তি পায় বহুল জনপ্রিয় সিনেমা ‘ডক্টর স্ট্রেঞ্জ’। মুক্তির এত বছর পরও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে সিনেমাটি।
কিন্তু এবার গুঞ্জন শোনা যাচ্ছে আসতে পারে এর সিকুয়্যাল। এ সিনেমার হিরো ছিলেন বেনেডিক্ট কাম্বারব্যাচ। এবার ‘ডক্টর স্ট্রেঞ্জ ২’-তে তিনি ছাড়াও থাকতে পারে নতুন চমক। সম্প্রতি বক্স অফিসে সুপার হিট সিনেমা ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’। জানা যাচ্ছে ‘ডক্টর স্ট্রেঞ্জ ২’ তে থাকবে ‘স্পাইডারম্যান’ খ্যাত টোবি ম্যাগুয়ার।
সম্প্রতি দেখা গেছে অ্যান্ড্রু গারফিল্ড এবং টোবি ম্যাগুয়ারকে নো ওয়ে হোমে টম হল্যান্ডে যোগ দিতে। ইন্টারনেটে একটি প্রতিবেদন ইঙ্গিত দিয়েছে যে ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস-এ উপস্থিত হতে পারেন ম্যাগুয়ার।
একসাথে দুই তারকাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: ডক্টর স্ট্রেঞ্জ স্পাইডারম্যান অ্যান্ড্রু গারফিল্ড andrew garfilled টোবি ম্যাগুয়ার tobey macguare doctor strange spiderman
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।