মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

মিস ইউএসএর আত্মহত্যা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২২, ০৫:১৬

মিস ইউএসএর আত্মহত্যা

প্রাক্তন মিস ইউএসএ চেসলি ক্রিস্ট মারা গেছেন। রবিবার (৩০ জানুয়ারি) সকালে ম্যানহাটনের একটি বিলাসবহুল বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।

নিউইর্য়ক পোস্টে প্রকাশিত খবরে জানানো হয়েছে, নিউইর্য়কের ম্যানহাটনে অবস্থিত ৬০তলা বিলাসবহুল একটি ভবনের নবম তলায় বসবাস করতেন চেলসি ক্রিস্ট। রবিবার সকাল সোয়া ৭টায় (স্থানীয় সময়) ভবনটির পাশের রাস্তায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর আগে চেসলি একটি নোট রেখে গেছেন।

এদিকে মৃত্যুর আগে চেসলি ক্রিস্ট ইনস্টগ্রামে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশন লেখেন, ‘দিনটি আপনার বিশ্রাম ও শান্তি নিয়ে আসুক।’

অল্প বয়সী এই মডেলের মৃত্যুতে তার পরিবার এক বিবৃতিতে জানায়, ‘বিধ্বস্ত ও অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় চেসলি চলে গেছে। তার আলো, সৌন্দর্য ও শক্তি দিয়ে সে বিশ্বের অন্যদের অনুপ্রাণিত করে রাখত।

১৯৯১ সালের ২৮ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের জ্যাকসনে জন্মগ্রহণ করেন চেসলি। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। ‘এক্সট্রা টিভি’তে একটি বিনোদনমূলক সংবাদ অনুষ্ঠানের সংবাদদাতা হিসেবে কাজ করতেন এই সুন্দরী।

এনএফ৭১/এমএ/২০২২

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top