বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

আজ তিশার বিয়ে

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২২, ০২:১১

আজ তিশার বিয়ে

ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তাসনুভা তিশার বিয়ে আজ। তার হবু বরের নাম সৈয়দ আসকার। এক বছরের বেশি সময় সম্পর্কে থাকার পর বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই জুটি।

রাজধানীর বাংলামোটরের একটি অভিজাত রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে। এ সময় দুই পরিবারের সদস্য ছাড়াও বর-কনের ঘনিষ্ঠজন উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিশা। এর আগে ৩১ জানুয়ারি রাতে অনুষ্ঠিত হয় তিশার গায়ে হলুদের অনুষ্ঠান। এ সময় দুই পরিবারের সদস্য ছাড়াও শোবিজ অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। তার আগে, ১৫ জানুয়ারি বনশ্রীর বাসায় পরিবারের সদস্যদের নিয়ে বাগদান সারেন তিশা।

২০২০ সালের ডিসেম্বরে আসকারের সঙ্গে পরিচয় তিশার। তিশার হবু বর সৈয়দ আসকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top