বঙ্গবন্ধু আবৃত্তি পদক পেয়েছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২২, ০৪:১৭

বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক ২০২০-২২ সালের জন্য এবার পেয়েছেন অভিনেতা, কবি, লেখক ও আবৃত্তিকার পীযূষ বন্দ্যোপাধ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই পদক এবার দিয়েছেন মাননীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ও মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জাতীয় শিল্পকলা একাডেমিতে উৎসবের প্রথম দিন তার হাতে এ পদক তুলে দেন।
২৭ জানুয়ারি সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫ দিন ব্যাপী ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব ২০২০-২২’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি, নাট্য ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে ৫০ গুণী ব্যক্তিত্বকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক ২০২০-২২’ দেয়া হয়। এর মধ্যে বেশ কয়েকজন মরণোত্তর সম্মাননা পান। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ জাতীয় শিল্পকলা একাডেমিতে এ উৎসবের আয়োজন করে।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।