কলকাতার পাড়া-মহল্লায় ১৫ দিন বাজবে লতার গান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২২, ০৫:৩১
ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী প্রয়াত লতা মঙ্গেশকরের প্রতি সম্মান জানাতে পশ্চিমবঙ্গে আগামী ১৫ দিন সুরসম্রাজ্ঞীর গান বাজানো হবে বলে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে সোমবার (৭ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গে অর্ধ-দিবস ছুটির ঘোষণাও করা হয়েছে।
কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মারা যান। ৯২ বছর বয়সি এই গায়িকা মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র।
এই শিল্পীর মৃত্যুতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।