শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

বাপ্পী দার সঙ্গে আমার দীর্ঘদিনের সখ্য: কুমার বিশ্বজিৎ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২২, ০২:০০

বাপ্পী দার সঙ্গে আমার দীর্ঘদিনের সখ্য : কুমার বিশ্বজিৎ

লতা মঙ্গেলশকরের পর ভারতীয় সংগীত জগতে ফের আরেক নক্ষত্রের পতন হলো। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান সুরকার-গায়ক বাপ্পি লাহিড়ি। মুম্বাইয়ের একটি হাসপাতালে ৬৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এ গায়ক ও সুরকার।

বাপ্পি লাহিড়ির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। বাপ্পি লাহিড়ির স্মৃতিচারণে সময় সংবাদকে কুমার বিশ্বজিৎ বলেন, "বাপ্পী দা, সন্ধ্যা মুখপাধ্যায়, লতা মঙ্গেশকরের চলে যাওয়া, এত অল্প সময়ের মধ্যে এতগুলো বিদায় নেওয়া সংগীতের ভুবনে একটি বিশাল দুর্যোগ। যারা সংগীতের লোক এবং যারা সংগীতের সঙ্গে যুক্ত নন তাদের কাছেও অসহনীয় একটি বিষয়। মানুষ মরণশীল কিন্তু কিছু মানুষের চলে যাওয়া মেনে নেওয়া খুবই কঠিন। বাপ্পী দার সঙ্গে আমার দীর্ঘদিনের সখ্য। যুক্তরাজ্যে, জাপানে আমরা একসঙ্গে শো করেছি।

খুব সম্ভবত বিপিএলের কোনো এক আয়োজনে, আমি, বাপ্পী দা এবং শান একসঙ্গে কাজ করেছিলাম। আমার সঙ্গে প্রায়ই যোগাযোগ হতো। উনি মাঝে মাঝেই আমাকে ফোন করত। উনার বাড়িতে যাওয়ার জন্য অনেকবার নিমন্ত্রণ করেছেন। তার পুরো পরিবারের সঙ্গেই আমার অন্যরকম বন্ধন ছিল। যদিও একসঙ্গে খুব বেশি কাজ করা হয়নি। না হলেও সুরের মানুষ একই পরিবারেরই মনে হয়। খুব বিষণ্ণ লাগছে, উনি যেখানেই থাকুক ভালো থাকুক। উনার আত্মা শান্তি পাক।"

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top