আপত্তিকর দৃশ্যের অভিযোগে মহেশ মাঞ্জরেকরের বিরুদ্ধে মামলা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২২, ০৪:৫৩
বলিউড অভিনেতা ও নির্মাতা মহেশ মাঞ্জরেকর। তার নতুন সিনেমা ‘নয় ভরণ ভাত লোঞ্চা কোন নয় কনচা’-তে নাবালকদের আপত্তিকর দৃশ্য দেখানোর অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।
অভিযোগ, এ সিনেমাতে নাবালকদের অশ্লীল দৃশ্যে অভিনয় করানো হয়েছে। প্রটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস (পকসো) এর অধীনে মামলাটি দায়ের করা হয়েছে। মহেশের পাশাপাশি প্রযোজক নরেন্দ্র শ্রেয়ান্স হিরাওয়াত এবং এনএইচ স্টুডিওর নামেও মামলা করা হয়েছে।
বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, এনজিও ভারতীয় নারী শক্তির সভাপতি সীমা দেশপান্ডে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ২৯২, ৩৪, যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) ধারা ১৪ এবং ধারা ৬৭, ৬৭বি এর অধীনে মামলাটি দায়ের করেছেন। দেশপান্ডে অভিযোগ করেছেন, সিনেমাতে অপ্রাপ্তবয়স্কদের দিয়ে যৌন কার্যকলাপ দেখানো হয়েছে।
তিনি বলেন, ‘এটি শিশুদের সাথে জড়িত সহিংসতা। সিনেমার অশ্লীল সংলাপগুলোও দৃষ্টিকটু।’
এদিকে মহেশ মাঞ্জরেকর ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সিনেমাটি সেন্সর করেছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। এখানে সমস্যার কিছু নেই। তিনি আরও বলেন, তিনি তদন্তে সহযোগিতা করবেন এবং তার আইনজীবীরা মামলার জবাব দেবেন।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: মহেশ মাঞ্জরেকর মামলা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।