করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত ভিক্টর ব্যানার্জি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২২, ০৪:৩২

তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়াণ অভিনেতা ভিক্টর ব্যানার্জি। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) তার করোনা পজিটিভ হওয়ার খবর জানা যায়।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৭৫ বছর বয়েসী ভিক্টর ব্যানার্জি। এরপর সেরেও উঠেছিলেন। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই ফের তার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। শুধু তাই নয়, ডেঙ্গু জ্বরেও আক্রান্ত তিনি।
গত কয়েক বছর ধরে মুসৌরীর বাসিন্দা ভিক্টর ব্যানার্জি। ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন তিনি। কিন্তু কোভিড পজিটিভ হওয়ার কারণে যোগ দিতে পারেননি। সংগঠনের পক্ষ থেকে সত্যজিত রায়ের নামাঙ্কিত জীবনকৃতি সম্মান পাওয়ার কথা ছিল তার।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: ভিক্টর ব্যানার্জি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।