মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

পরিচালক রাজা চন্দর সফল অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২২, ০৫:৪৭

পরিচালক রাজা চন্দর সফল অস্ত্রোপচার

টলিউড পরিচালক রাজা চন্দর করোনারি আর্টারি বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। বুধবার (৯ মার্চ) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার সফল অস্ত্রোপচার হয়েছে। টাইমস অব ইন্ডিয়াকে এসব তথ্য নিশ্চিত করেছেন রাজা চন্দর স্ত্রী অভিনেত্রী পিয়ান সরকার।

সংবাদমাধ্যমটিকে পিয়ান সরকার বলেন, ‘গত ৫ মার্চ ভোর ৬টার দিকে ঘুম থেকে উঠে অস্বস্তি এবং বুকে ব্যথা অনুভব করে রাজা চন্দ। আগের দিন রাতেও অসুস্থ বোধ করছিল। কিন্তু ভেবেছিলাম, কাজের চাপে এমনটা অনুভব করছে। এ দিন সকালে বুকে ব্যথা অনুভব করায় তড়িঘড়ি করে ওকে হাসপাতালে নিয়ে যাই। প্রাথমিক চিকিৎসার পর ডাক্তাররা জানান, হালকা হার্ট অ্যাটাকের মতো হয়েছে। যা রাজা নিজেও বুঝতে পারেনি। একাধিক মেডিক্যাল পরীক্ষার পর ডাক্তাররা জানান, রাজার হার্টে ব্লক ধরা পড়েছে, অপারেশন করতে হবে।’

পিয়ান সরকার জানান, রাজা চন্দ শারীরিকভাবে অত্যন্ত ফিট। স্বাস্থ্যকর জীবন ধারা বজায় রাখেন তিনি। নিয়মিত জিম করেন। বুঝতে পারছেন না এমনটা পরিচালকের সঙ্গে কীভাবে হলো!

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top