লাইটম্যান সবুজের মৃত্যুতে দেশের নাটকপাড়ায় শোকের ছায়া

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২, ০৫:৫৭

লাইটম্যান সবুজের মৃত্যুতে দেশের নাটকপাড়ায় শোকের ছায়া

নাটকের শুটিংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত সপ্তাহে আহত হন লাইটম্যান সবুজ। এরপর ছয় দিন ধরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার (১২ এপ্রিল) না-ফেরার দেশে চলে গেলেন সবুজ। লাইটম্যান সবুজের মৃত্যুর তথ্যটি একাধিক অভিনয়শিল্পী নিশ্চিত করেছেন।

সবুজ আহত হওয়ার পর থেকেই সেসব শিল্পী তার খবর রাখছিলেন। শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা রাশেদ মামুন অপু লেখেন, ‘আমাদের আলোকিত করতে গিয়ে নিজেই অন্ধকারে চলে গেলেন সবুজ। আমাদের লাইটের সবুজ। ’

গত ৬ এপ্রিল দুর্ঘটনাটি ঘটে ‘প্রথম প্রথম প্রেম’ নাটকের সেটে। চয়নিকা চৌধুরী জানান, সবুজের শরীরের ৩৩ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসকরা অনেক চেষ্টা করেছেন, কিন্তু শেষরক্ষা আর হলো না।

এদিকে লাইটম্যান সবুজের মৃত্যুতে নাটকপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কয়েকটি নাটকের সেটে সম্মান জানাতে শুটিং থামিয়ে নীরবতা পালন করা হয়। জানা যায়, বিকেলের মধ্যেই সবুজের জানাজা ও দাফনের সিদ্ধান্ত হবে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top