টুটুলের সঙ্গে তানিয়ার বিচ্ছেদ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ জুলাই ২০২২, ১০:৩৫

টুটুলের সঙ্গে তানিয়ার বিচ্ছেদ

১৯৯৯ সালের ১৯ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদ। দীর্ঘ পাঁচ বছর আলাদা থাকার পর গত বছরের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে এ জুটির বিবাহবিচ্ছেদ ঘটে। চলতি মাসে যুক্তরাষ্ট্র প্রবাসী উপস্থাপক শারমিন সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন টুটুল। সোমবার (১৮ জুলাই) বিয়ের খবরটি গণমাধ্যমকে জানান এই গায়ক।

এর আগে বিয়েবিচ্ছেদের বিষয়ে কথা বলতে দেখা যায়নি তানিয়া আহমেদ কিংবা টুটুলকে। অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন তানিয়া আহমেদ। দীর্ঘ দুই যুগের সংসার ভাঙার কারণ ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন—‘সম্পর্কের জায়গায় কখনো-কখনো কিছু সমস্যা তৈরি হয়। সেই সমস্যা থেকেই দূরত্ব; কিছু বিষয় থাকে ব্যক্তিগত, সেগুলো চাইলেও শেয়ার করা যায় না। দুজন ভালো মানুষ সবসময় ভালো না-ও থাকতে পারে। কেউ যদি মনে করে, সে নিজের মতো করে থাকবে বা চলবে, সেখানে তো কারো কিছু করার থাকে না। আবার কেউ ছেড়ে যেতে চাইলে তাকে শত চেষ্টাতেও বেঁধে রাখা যায় না। তবে টুটুল সবকিছু নিয়মের মধ্যেই করেছেন।’

তানিয়া-টুটুলের সংসারে দুই সন্তান রয়েছে। বড় সন্তান বিদেশে থাকে আর ছোটজন তানিয়ার সঙ্গে বাংলাদেশে রয়েছে। তা স্মরণ করে তানিয়া আহমেদ বলেন, ‘দিনশেষে আমার সন্তানদের বাবা টুটুল। তার যদি কিছু হয়ে যায়, তাহলে সন্তানেরা ভালো থাকবে না। সন্তানেরা তার বাবাকে প্রচণ্ড ভালোবাসে; আমাকেও খুব ভালোবাসে। উভয়ের জন্যই ওদের কষ্ট হবে। আমি মনে করি, এটি কাদা ছোড়াছুড়ির বিষয় না। যা কিছুই হয়েছে, সবকিছু নিয়মের মধ্যে হয়েছে।’

টুটুলের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়ে তানিয়া আহমেদ বলেন—‘টুটুলের নতুন জীবনের জন্য সবসময় শুভকামনা। দোয়া করি, নতুন জীবনে তারা যেন ভালো থাকে।’

টুটুল-তানিয়ার বিয়েবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম সমালোচনা হচ্ছে। তাই নেটিজেনদের প্রতি অনুরোধ জানিয়ে তানিয়া আহমেদ বলেন—‘প্রতিটি মানুষের ব্যক্তিগত ভালোলাগা থাকে; ব্যক্তিগত জীবন আছে। আমাদের বিষয় আমাদেরই সমাধান করতে হবে, অন্যরা পারবে না। তাই অন্যদের চুপ থাকাই ভালো। আশা করব, সবাই খারাপ মন্তব্য করা থেকে বিরত থাকবেন।’

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top