জনপ্রিয় অভিনেতা মিথিলেশ মারা গেছেন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ আগষ্ট ২০২২, ০২:৩০

বলিউডের জনপ্রিয় অভিনেতা মিথিলেশ চতুর্বেদী মারা গেছেন। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন মিথিলেশ। কয়েক মাস আগে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেসময় নিজ শহর লখনৌতে ফিরে যান অভিনেতা। সেখানেই চলছিলো চিকিৎসা। পরবর্তীতে স্বাস্থ্যের অবনতি হওয়ায় মুম্বাইয়ে আনা হয় তাকে। কিন্তু শেষ রক্ষা হলো না। পৃথিবী ভ্রমণ শেষ করলেন মিথিলেশ। তার মৃত্যুতে বলি পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রসঙ্গত, ‘গদর: এক প্রেম কথা’, ‘কোই মিল গ্যায়া’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’, ‘কৃষ’, ‘রেডি’-সহ বেশ কিছু সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন মিথিলেশ চতুর্বেদী। টেলিভিশনের পর্দাতেও দেখা গেছে তাকে। পাশাপাশি নিয়মিত মঞ্চেও অভিনয় করতেন তিনি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বিষয়: মিথিলেশ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।