তিন উইকেট হারিয়ে চাপে আয়ারল্যান্ড
শাকিল খান | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৩, ২১:২৭
আইরিশদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার শুরু হয়েছে টেস্ট লড়াই। মিরপুরে এক মাত্র টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। ম্যাচটি শুরু হয়েছে সকাল ১০টায়।
ম্যাচের ৫ম ওভারেই দলীয় ১১ রানের মাথায় প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। ১০ বলে ৫ রান করে শরিফুলের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান মারে কমিন্স। অন্য ওপেনার জেমস ম্যাককলাম অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে নিয়ে জুটি বাধার চেষ্টা করেন। দলীয় ২৭ রানের মাথায় আউট হয়ে যান জেমস ম্যাককলামও। এবাদত হোসেনের বলে সেকেন্ড স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। তার আগে করেন ৩৪ বলে ১৫ রান। ব্যক্তিগত ১৬ রানে তাইজুলের শিকার হন বালবির্নি।
প্রায় চার বছর পর সাদা পোশাকের ক্রিকেটে নামছে আয়ারল্যান্ড। স্বাগতিকরা অবশ্য গত ডিসেম্বরেই খেলেছে ভারতের বিপক্ষে। মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। নানা জল্পনা-কল্পনার পর এই ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসানই, আছেন আইপিএলে ডাক পাওয়া আরেক ক্রিকেটার লিটন দাসও।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, নজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।
বিষয়: আয়ারল্যান্ড বাংলাদেশ টেস্ট newsflash71 News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।