সামজের গানে দর্শক মাতাবেন নোবেল
রাজিউর রাহমান | প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩, ০২:২০

শিল্পী হতে প্রয়োজন হয় কঠিন সাধনা আর কঠোর পরিশ্রম। তীব্র ইচ্ছা আর সততা থাকলে স্বপ্নও বাস্তব হয়ে ধরা দেয়। এসব পুঁজি করেই নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন দেশের দুই তরুণ শিল্পী। তাদের একজন সংগীতশিল্পী সামজ ভাই খ্যাত শাহরিয়ার সামজ। অন্যজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও শর্ট ভিডিও ক্রিয়েটর নোবেল মাহমুদ।
বিভিন্ন সৃজনশীল কাজের ধারাবাহিকতায় এবার এই দুই তরুণ তুর্কি এক হতে চলেছেন। নতুন একটি মিউজিক ভিডিওতে তারা একত্রিত হয়েছেন। গানটির শিরোনাম ‘ঘুম আসে না রে’। রণক ইকরামের কথায় গানটির সুরারোপ করেছেন সামজ নিজে। অন্যদিকে সংগীতায়োজন করেছেন দীন ইসলাম শারুখ।
নোবেল মাহমুদ ছাড়াও গানটিতে অভিনয় করেছেন অন্যা, শাওন রবি, শুভ হামী, রকেল, নাঈম ও লিও। গানটির চিত্রগ্রহণ করেছেন খান বিজয়। ইয়াসিন আরাফাত বিহনের পরিচালনায় গানটির সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন রনি শিকদার জিতু।
নিজের গান ও ভিডিওর বাইরে এবারই প্রথম মডেল হলেন নোবেল মাহমুদ। বিষয়টি নিয়ে নোবেল বলেন, আমি দেখতে নায়কসুলভ নই। এরপরও কনটেন্ট ক্রিয়েটর ও মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে মানুষের ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসা থেকেই গানের কাজ করা।
আরও কয়েকটি কাজ রয়েছে মুক্তির অপেক্ষায়। ঘুম আসে না রে গানটি মুক্তি পাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মিউজিকের ব্যানারে।
বিষয়: সামজের গান নোবেল মাহমুদ শাহরিয়ার সামজ সংগীতশিল্পী সামজ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শর্ট ভিডিও ক্রিয়েটর ঘুম আসে না রে
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।