আবারো মেয়ে রূপে আয়ুষ্মান
ফারহানা মির্জা | প্রকাশিত: ৩ আগষ্ট ২০২৩, ১৯:৩৬

আরও একবার স্বপ্ন সুন্দরী হয়ে হাজির হয়েছেন আয়ুষ্মান খুরানা। পরনে পাতলা ফিনফিনে শাড়ি, ঠোঁটে লিপস্টিকসহ নজর কাড়া মেকআপ - এ যেন অন্যরকম এক সুন্দরী। তার রূপের জাদুতে ঘায়েল বহু পুরুষ।
এরই ধারাবাহিকতায় এবার ‘ড্রিম গার্ল ২’ নিয়ে হাজির হয়েছেন এ অভিনেতা। এবার ‘ড্রিম গার্ল’কে শুধু ফোনে নয়, সশরীরেও দেখা যাবে।
এর আগে, ২০১৯ সালে রাজ শান্ডিল্যর পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘ড্রিম গার্ল’ সিনেমাটি। তাতে প্রথমবার করম ওরফে পূজা হিসেবে দেখা গিয়েছিল আয়ুষ্মানকে। নিজের লাস্যময়ী অবতারে দর্শকদের মন কেড়েছিলেন তিনি।
এর আগে, ‘ড্রিম গার্ল’ সিনেমায় আয়ুষ্মানের বিপরীতে ছিলেন নুসরাত ভারুচা। এবার আয়ুষ্মানের বিপরীতে নায়িকা অনন্যা পাণ্ডে। তবে নায়কের বাবার চরিত্রে অন্নু কাপুরই আছেন।‘ড্রিম গার্ল‘ ছবিতে আয়ুষ্মান খুরানা, অনন্যা পাণ্ডে ছাড়াও রয়েছেন রাজপাল যাদব, আন্নু কাপুর, আসরানি এবং পরেশ রাওয়ালসহ অনেকে। ট্রেলারে পূজা সেজে নানান রকম কাণ্ডকারখানা করতে দেখা যায় আয়ুষ্মান খুরানাকে। আগামী ২৫ আগস্ট ভারতের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ড্রিম গার্ল ২’।
২৮ কোটি টাকা বাজেটের সিনেমা ‘ড্রিম গার্ল’ বক্স অফিসে ২০০ কোটি টাকা ব্যবসা করেছিল।এখন দেখার বিষয় আয়ুষ্মান এর ড্রিম গার্ল ২ কত রুপি উঠাতে পারে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।