মমতা গানের পাশাপাশি কবিতা লেখা ও ছবিও আঁকেন
কবিতার পর নতুন গান নিয়ে আসছেন মমতা ব্যানার্জি, পুরোবিশ্ব তাকিয়ে...
শাকিল খান | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩০
প্রতি বছরের মতো এবারও পূজায় আসছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা ও সুর দেওয়া ৮টি গান। এর মধ্যে ৬টি গান রেকর্ড করা হয়ে গেছে। বাকি দু’টি স্পেন সফরের পর রেকর্ড করবেন তিনি।
মমতার গাওয়া গানগুলো নিয়ে কাজ করছেন অভিনেতা-গায়ক ইন্দ্রনীল সেন। তিনি জানান, একদিন চন্দননগর যাওয়ার সময় আচমকাই তার কাছে মমতা ব্যানার্জির ফোন আসে। গাড়ি থেকে সবাইকে নামিয়ে দিয়ে গাড়িতে বসেই গান রেকর্ড করেন তিনি। তারপর তা পাঠিয়ে দেন স্টুডিওতে।
সম্প্রতি টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে পুরস্কার পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জনপ্রিয় দুটি ধারাবাহিক ‘গুড্ডি’ ও ‘জগদ্ধাত্রী’-তে গান লেখা ও সুর দেওয়ার জন্য এই স্বীকৃতি পান তিনি। যদিও এ পুরস্কার শুরুতে নিতে চাননি মমতা।
মমতা গানের পাশাপাশি কবিতা লেখা ও ছবিও আঁকেন। এসব কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুবার ট্রলের শিকারও হয়েছেন তিনি। তবে সেসব সমালোচনায় কান না দিয়ে কাজ করে সামনে এগিয়ে যাচ্ছেন তিনি। মহালয়ার দিনই এসব গান প্রকাশিত হবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।