টলিপাড়ায় যুক্ত হলেন ভাইরাল নন্দিনী !
ফারহানা মির্জা | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩, ১৪:৩১
একজন নন্দিনী দি! কলকাতার রাস্তায় বেপক ভাইরাল হয়েছেন গেলো সময় জুড়ে। সবাই তাকে চেনেন ডিজিটাল হোটেল দি হিসেবেও তবে এবারের খবর তার হোটেল নিয়ে নয়, দিদি নাকি অভিষেক করতে চলেছেন টলিপাড়াতেও!
হোটেলের কাজ ছেড়ে সিনেমা নাম লেখাতে চলেছেন নন্দিনী। তারপর থেকেই খবরের শিরোনামে তিনি। এবার তো সোজা সেট থেকেই ছবি দিলেন। পাশাপাশি অনুরাগীদের জন্য লাইভও করলেন। অর্থাৎ খবর যে মিথ্যা নয় তা বলাই বাহুল্য।
নন্দিনীর অভিষেক ছবির নাম ‘তিন সত্যি’। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায়। ইতোমধ্যেই নাকি শুরু হয়ে গেছে ছবির শ্যুটিং। পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায়ের ‘তিন সত্যি’র সেটে প্রথম দিনে।’
এ ছাড়াও লাইভে যখন কথা বললেন তখন আলাদাই উচ্ছ্বাস দেখা গেল তার চোখে মুখে। ভক্তদের বললেন, ‘তোমাদের দিদি এখন সিনেমার নায়িকা।’ এ দিন ছবির লুকেই ধরা দিলেন ভাইরাল দিদি নন্দিনী। সাবিত্রী চট্টপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।ছবিতে নন্দিনীর চরিত্রের নাম নিলাক্ষী। গল্প অনুযায়ী সে একজন লেখিকা। মূলত থ্রিলারধর্মী গল্প হতে চলেছে এটি।
চরিত্রটাকে আত্মস্থ করার জন্য নন্দিনীও মরিয়া চেষ্টা করে চলেছেন। তাই তো পরিচালকও তার প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, ‘নন্দিনী বেশ সুন্দর করে চরিত্রটাকে আত্মস্থ করেছে। আমাকে চরিত্রটা নিয়ে অনেক প্রশ্ন করেছে ও, যাতে ভালো করে বুঝতে পারে।’
নন্দিনীর জীবনের কথা বললে, ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। এরপর ব্যাঙ্গালোরে চাকরিও করেছেন কিছুদিন। তবে করোনাকালে পরিবারের অবস্থা এতটাই খারাপ পর্যায়ে ছিল যে, বাড়ি ফিরে আসতে বাধ্য হন। কলকাতায় ফিরে বাবার হোটেলের হাল ধরেন। রান্না থেকে শুরু করে খাবার পরিবেশন, ক্যাশবাক্সের হিসাব রাখা— সবটাই একা হাতে করেন তিনি। আর এখন তো পৌঁছে গেলেন সিনেমার পর্দাতেও।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।