বাথটাব থেকে ‘ফ্রেন্ডস’খ্যাত অভিনেতা ম্যাথুর মরদেহ উদ্ধার
ফারহানা মির্জা | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩, ১৩:৩১

বন্ধুরা যখন যায় বাকি থাকা বন্ধুরা এক রয়ে যায়। মনিকা, রস, র্যাচেল, জোয়ি, ফিবিকে রেখে চলে গেল চ্যান্ডলার। হ্যাঁ, মারা গিয়েছেন ‘ফ্রেন্ডস’খ্যাত অভিনেতা ম্যাথু পেরি। আজ ২৯ অক্টবোর রোববার ৫৪ বছর বয়সী এ তারকার মরদেহ পাওয়া গেছে লস অ্যাঞ্জেলেসে তাঁর বাসার বাথটাবে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে মারা গেছেন তিনি।
পেরির অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে বিনোদন জগতে। লস অ্যাঞ্জেলেসে টাইমস ও টিএমজেডের প্রতিবেদন হতে জানাজায়, শনিবার (২৮ অক্টোবর) রাতে লস অ্যাঞ্জেলসের বাড়ির বাথটাবের থেকে নিথর দেহ উদ্ধার হয় ম্যাথু পেরির। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পানিতে ডুবেই ম্যাথু পেরির মৃত্যু হয়। হয়তো হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নব্বইয়ের দশকে জনপ্রিয় টেলিভিশন শো 'ফ্রেন্ডস'-এর প্রধান ছয় চরিত্রের অন্যতম ছিল চ্যান্ডলার বিং। চ্যান্ডলারের চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে এসেছিলেন ম্যাথু। তাঁর সংবেদনশীল কৌতুকাভিনয়ে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। বিশেষ করে মনিকা ও জোয়ির সঙ্গে চ্যান্ডলারের সমীকরণ ভোলার নয়। বন্ধুত্ব ও প্রেমের মিশেলে চ্যান্ডলারের চরিত্রকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ম্যাথু।পর্দায় কৌতুক চরিত্রে অভিনয় করে দর্শকের মনোরঞ্জন করলেও ক্যামেরার নেপথ্যে কঠিন জীবনযাপন করতে হয়েছিল ম্যাথুকে। ব্যথার ওষুধ ও মদে আসক্ত ছিলেন অভিনেতা। একাধিকবার রিহ্যাবেও ভর্তি হতে হয়েছিল তাঁকে।
১৯৬৯ সালের ১৯ আগস্ট ম্যাসাচুসেটে জন্মগ্রহণ করেন ম্যাথু পেরি। অল্প বয়সেই অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে লস অ্যাঞ্জেলসে আসেন তিনি। ১৯৮৭ সালে ‘বয়েজ উইল বি বয়েজ’-এ প্রথম অভিনয় করার সুযোগ পান তিনি। তবে তাঁর অভিনয় জীবনের মাইলফলক ছিল ‘ফ্রেন্ডস’। ১৯৯৪ সালে এই টেলিভিশন সিটকম সিরিজ শুরু হয়। এতটাই জনপ্রিয়তা পায় ওই সিরিজ যে টানা ১০ বছর ধরে তা চলে। ১০ সিজন পর ২০০৪ সালে শেষ হয় ‘ফ্রেন্ডস’।
বিষয়: চ্যান্ডলার ফ্রেন্ডস ম্যাথু পেরি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।