রহস্যে ঘেরা তাপসের কালোঘর স্টুডিও, কী হতো সেখানে?

রায়হান রাজীব | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৪, ১৬:০৮

ছবি: সংগৃহীত

রহস্যে ঘেরা তাপসের কালোঘর স্টুডিও, কী হতো সেখানে?

সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে তার মালিকানাধীন গানবাংলা চ্যানেলের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার কর হয়। তাপসকে সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেছে পুলিশ। এর শুনানি হবে আগামীকাল বুধবার।  তাপসকে গ্রেফতারের পর আলোচনায় এসেছে তার কালোঘর স্টুডিওর নাম।  গানবাংলা ভবনে সেই বিশেষ স্টুডিও ছিল। সেটি কালো কাঁচে ঢাকা থাকত বলে এর নাম হয় কালোঘর স্টুডিও। সেখানে প্রায় প্রতিরাতে বসত বিশেষ আসর। আসরে থাকতেন দেশি-বিদেশি মডেল, নায়িকা ও তরুণীরা।  সেখানে মদ ও সিসা সেবন করা হতো; জড়ো হতো বিশেষ শ্রেণির ধনী মানুষ। পছন্দ মতো বিশেষ জনের সঙ্গে একান্তে সময় কাটানোর ব্যবস্থা রয়েছে কালোঘর স্টুডিওতে। সেগুলো ভিডিও করে রাখতেন তাপস। সেখানে যাওয়া ব্যক্তিরা পরবর্তীতে ক্রমাগত ব্লাকমেইলিংয়ের শিকার হয়েছেন।

তিন সন্তান নিয়ে আবারও বিয়ে করলেন সানি লিওন

বলিউড অভিনেত্রী সানি লিওন আবারও বিয়ে করলেন। তাও আবার মালদ্বীপের সমুদ্র সৈকতে গিয়ে তিন সন্তানকে কোলে নিয়েই বিয়ের আসরে বরের গলায় মালা দিলেন তিনি।  তবে সানি লিওন অন্য কোন পুরুষকে নয় এতদিনের জীবনসঙ্গী ড্যানিয়েলকেই নতুন করে বিয়ে করেছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গেই আবারও বিয়ের বন্ধনে নিজেকে বেঁধে নিয়েছেন সানি লিওন। এ দম্পতির সাজানো বিয়েতে পাশে ছিল তাদের তিন সন্তান নিশা, নোয়া ও আশের। জানা যায়, সানি-ড্যানিয়েল দুজনেই চাইছিলেন তাদের সন্তানরা একটু বড় হলে, নতুন করে বিয়ে করবেন তারা। সন্তানদের বিয়ে সম্পর্কে গুরুত্ব বোঝানোর লক্ষ্যেই এমনটা করার ইচ্ছে ছিল তাদের।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ, কে যাচ্ছেন হোয়াইট হাউসে

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প- কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট? তা নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা, মেলানো হচ্ছে নানান সমীকরণ। অবশেষে অপেক্ষার পালা শেষ। যুক্তরাষ্ট্রে আজ মঙ্গলবার (৫ নভেম্বর) প্রেসিডেন্ট নির্বাচনের মহারণ। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস, নাকি রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প পাচ্ছেন হোয়াইট হাউসের টিকিট, তা নির্ধারণে ভোট দেবেন মার্কিন নাগরিকেরা। তারা রির্ধারণ করবেন চার বছরের জন্য কে হতে যাচ্ছেন বিশ্বের সবথেকে ক্ষমতাধর মানুষ। দিনভর রিপাবলিকান প্রতীক হাতি ও ডেমোক্রেটিক প্রতীক গাধার মধ্যে চলবে এ ভোটযুদ্ধ। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। আজকের নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো চষে বেড়িয়েছেন দুই প্রার্থী। সারা বিশ্ব এখন তাকিয়ে আছে ৫ থেকে ৬টি দোদুল্যমান অঙ্গরাজ্যের দিকে; যেখান থেকে কমলা-ট্রাম্পের ভাগ্য নির্ধারণ হবে।

মাওলানা সাদকে দেশে আসতে দিলে অন্তর্র্বতী সরকারের পতন

ভারতীয় আলেম ও তাবলীগ জামাতের স্বঘোষিত আমির মাওলানা সাদ কান্ধলভীকে বাংলাদেশে আসার সুযোগ দেওয়া হলে অন্তর্র্বতী সরকারকেই দেশ ছেড়ে পালাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কওমিপন্থী আলেম-ওলামারা।মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ইসলামি মহাসম্মেলনে এ হুঁশিয়ারি দেন তারা। সম্মেলনে মাওলানা আব্দুল হামিদ (পীর মধুপুর) বলেন, বিশ্ব ইজতেমা নিয়ে সরকার দুই পক্ষের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে চাইছে। আমি বলব- কিসের পরামর্শ, এই সম্মেলন থেকে যে সিদ্ধান্ত আসবে, সরকারকে এটাই বাস্তবায়ন করতে হবে। স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি বেয়াদবকে (সাদ কান্ধলভী) বাংলাদেশে আসতে দেয়, তাহলে সরকারকেও পালিয়ে যেতে হবে। বিভক্ত তাবলিগ জামায়াতের মাওলানা মোহাম্মদ জুবায়েরপন্থিদের সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশ নিছক একটি রাজনৈতিক শোডাউন বলে মন্তব্য করেছেন দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

নারী ফুটবলারদের ভাত খাওয়ানোর টাকাও ছিল না

পরপর দুই বার সাফ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের নারী ফুটবলাররা। দেশের মানুষকে চমকে দিয়েছেন। দেশকে সম্মানের বড় জায়গায় পৌঁছে দিয়েছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। তাদের উঠে আসার পেছনে ছিল অনেক না বলা কথা। অজানা অনেক কিছুই ছিল, যা কখনো প্রকাশ্যে আসেনি। অপ্রকাশিত অনেক কথা প্রকাশ করলেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন। জানালেন, আজকের সাফল্যে সবাই ভালোবাসা জানাচ্ছে, মেয়েদেরকে আদর করছে। অথচ এই দলটা কিভাবে আজকের জায়গায় এসেছে, সেই গল্পের খানিকটা অংশ তুলে ধরে কিরন বললেন, অনেক সংকট মোকাবিলা করতে হয়েছে।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top