এই ছবিগুলো শুধু ছবি না, এগুলো একটা গল্প—পরীমণিকে ঘিরে ফেসবুকে ঝড়
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ জুলাই ২০২৫, ১৬:৫৫

টাওয়েল জ্যাকেট, খোলা চুলে মালয়েশিয়ার আকাশের নিচে পরীমণি—ভক্তরা বলছেন, একেবারে রূপকথার পরী! ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি—এখন বাংলাদেশের নয়, মালয়েশিয়ার আলো-হাওয়ায় ডুবে আছেন।
সন্তানকে নিয়ে একান্ত কিছু সময় কাটাতে তিনি উড়াল দিয়েছেন কুয়ালালামপুরে—উইজার্ড শোবিজের আমন্ত্রণে। দেশ ছাড়ার আগেই ফেসবুকে নিজের ভক্তদের জানিয়েছেন, আমি যাচ্ছি... একটুখানি নিজেকে খুঁজতে। আর সেই খোঁজ যেন তাকে এনে দিয়েছে এক নতুন আলো, নতুন পরীচরিত্র!
সাদা টাওয়েল জ্যাকেট, কালো ইনার আর খোলা চুলে, চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ তুলে থাকা পরীমণি যেন নিজের ভেতরেই এক নীরব কবিতা হয়ে উঠেছেন।
সেই ছবি ভাইরাল হতে সময় লাগেনি একটুও—মাত্র ১৪ ঘণ্টায় ৭২ হাজারের বেশি রিঅ্যাকশন, ৮ হাজারের বেশি মন্তব্য! ভক্তরা লিখেছেন—‘তুমি রূপকথা, তুমি আলো’, আরও একজন লিখেছেন—‘এই ছবিগুলো শুধু ছবি না, এগুলো একটা গল্প!’
এর আগেই পরীমণি শেয়ার করেছিলেন এক দারুণ ভিডিও—যেখানে মালয়েশিয়ার রাস্তায় তার ছোট ছেলে রাজ্যকে নিয়ে হাঁটছেন হাসিমুখে। সেই মুহূর্তটাও হয়ে উঠেছিল অনেক মায়ার, অনেক ভালোবাসার।
এই ভ্রমণ কি শুধুই ছুটি কাটানো? না কি নিজেকে ফিরে পাওয়া? পরীমণির প্রতিটি ছবি যেন একেকটি কবিতা—আর সেই কবিতা লেখা হচ্ছে ক্যামেরার লেন্সে, আর ভক্তদের হৃদয়ে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।