দীপা খন্দকার বনাম শাকিবের ‘টিম’! সিনেমার নায়িকা নিয়ে লড়াই জমে উঠেছে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ জুলাই ২০২৫, ১৭:০৪

শাকিব খানের ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’—ঈদে মুক্তি পেতে যাওয়া এই সিনেমা নিয়ে শুরু হয়ে গেছে বিতর্ক! আর প্রশ্ন তুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার! ঢাকার নব্বইয়ের দশকের আন্ডারওয়ার্ল্ডের বাস্তব গল্প নিয়ে নির্মাণ হচ্ছে সিনেমাটি।
নির্মাতা আবু হায়াত মাহমুদের পরিচালনায় এই প্রজেক্টে শাকিব খানের বিপরীতে অভিনয়ের গুঞ্জনে উঠে আসে টালিউড অভিনেত্রী মধুমিতা সরকারের নাম! আর সেখানেই তৈরি হয় উত্তেজনা।
দীপা খন্দকার নিজের ফেসবুকে লেখেন—এটা কি যৌথ প্রযোজনার সিনেমা? যদি শুধু বাংলাদেশের হয়, তাহলে আমাদের দেশে কি লিড ফিমেল রোল করার মতো কোনো শিল্পী নেই? এই এক লাইনের পোস্টেই যেন বিস্ফোরণ!
সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল বিতর্ক। অনেকে দীপার সঙ্গে একমত—দেশের নায়িকাদের আরও সুযোগ দেওয়া উচিত। আবার অনেকে বলছেন—শিল্পীর তো কোনো দেশ হয় না! একজন লেখেন—রাজ্জাকও তো কলকাতা থেকে এসেছিলেন, তারপর হয়েছেন ঢালিউড কিং!
এদিকে সিনেমা সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে—নাম বা নায়িকা কেউই এখনো চূড়ান্ত নয়। শাকিব ও নির্মাতা দু’জনই বলছেন—এই ঈদেই আসছে নতুন চমক, তবে সবকিছুই এখনো আলোচনার পর্যায়ে। এই সিনেমা কি নতুন বিতর্কের জন্ম দেবে, নাকি ঈদে হিট করবে শাকিব-মধুমিতা জুটি?
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।