শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

সাইয়ারা’র প্রেম কি বাস্তব হচ্ছে?

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ৯ আগষ্ট ২০২৫, ১৭:০৮

ছবি: সংগৃহীত

প্রমোশন ছাড়া প্রকাশ্যে শপিং মলে দেখা মিলল সাইয়ারা মুভির জুটিকে।আর তাতেই শুরু হলো নেটিজেনদের গুঞ্জন ।বর্তমানে সাইয়ারা সিনেমাটি বলিউডে বেশ আলোচিত । সাইয়ারাতে আহান পাণ্ডে আর অনীত পাড্ডাকে দেখা যায় নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করতে ।তাদের অভিনয়ে দর্শকরা মুগ্ধ হন ।

তবে সিনেমার বাহিরে মুম্বাইয়ের এক বিলাসবহুল শপিং মলে তাদের একটি ভিডিওতে বেশ কাছাকাছি অবস্থাতেই একসঙ্গে দেখা যায় ।যা মুহুর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় । ভিডিওটিতে দেখা যায়, শপিং মল থেকে বের হওয়ার সময় আহান অনীতর দিকে হাত বাড়িয়ে দেন—যেন হাতে হাত রেখে হাঁটতে চান। কিন্তু অনীত হালকা লাজুক ভঙ্গিতে তা এড়িয়ে যান। যা দেখে নেটিজেনরা ভাবতে শুরু করছেন ,সিনেমার বাহিরে কি তাদের মধ্যে প্রেম ধরা দিচ্ছে ?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top