সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

সাইফের ছেলেদের সঙ্গে রবীন্দ্রনাথের রক্তের সম্পর্ক

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ১১ আগষ্ট ২০২৫, ১৪:৩৯

ছবি: সংগৃহীত

রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এক অমূল্য অধ্যায়। তিনি ছিলেন বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক মহীরুহ, একই সঙ্গে সমাজ সংস্কারক। আর এই বিশ্বকবির সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে বলিউড অভিনেতা সাইফ আলি খানের।

সাইফ আলি খান হলেন পতৌদির নবাব মনসুর আলি খান ও অভিনেত্রী শর্মিলা ঠাকুরের পুত্র। আর তা মা শর্মিলা ঠাকুরের ঠাকুমা লতিকা ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নাতনি। শর্মিলা ঠাকুরের দিক থেকেই সাইফ আলি খানের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তের সম্পর্ক গড়ে উঠেছে। যা পৌঁছে গেছে সাইফের সন্তান তৈমুর ও জেহ পর্যন্ত।অর্থাৎ, তৈমুর ও জেহ রবীন্দ্রনাথের প্রপৌত্র। 

এক সাক্ষাৎকারে সইফ আলি খান একবার বলেছিলেন, ‘তৈমুর এক জেনেটিক ট্রেজার ট্রোভ। ওর মধ্যে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, রাজ কাপুর, মনসুর আলি খান পতৌদি এবং ভোপালের ইতিহাসের ছোঁয়া। এটা আমার বোঝার বাইরে।’

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top