ইসরাইলকে সমর্থন,এজেন্টকে বরখাস্ত: ডুয়া লিপা
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭
                                        গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্বে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। একদিকে শিল্পীরা গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, অন্যদিকে ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা তার এজেন্টকে বরখাস্ত করেছেন।
দ্য মেইল অন সানডে-এর প্রতিবেদনে জানা গেছে, ডুয়া লিপার এজেন্ট ডেভিড লেভি গাজার যুদ্ধে ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়া একটি চিঠিতে সই করেছিলেন। এ ঘটনায় ডুয়া লিপা তার এজেন্টকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন।
শিল্পীর পক্ষ থেকে জানানো হয়েছে, ডুয়া লিপার ফিলিস্তিনের প্রতি সমর্থন তার এজেন্টের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ডেভিড লেভি ফিলিস্তিনিদের প্রতি অমানবিক আচরণের পক্ষপাতী এবং ইসরায়েলের প্রতি তার সমর্থন স্পষ্ট। তাই এমন পদক্ষেপ নিয়েছেন ডুয়া লিপা।
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।