অমিতাভ বচ্চনের সহ-অভিনেতার অর্ধনগ্ন মরদেহ উদ্ধার

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ২১:০৩

সংগৃহীত

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের সহঅভিনেতা প্রিয়াংশু ওরফে বাবু রবি সিং ছেত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুর শহরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে তারই বন্ধু ধ্রুব লাল বাহাদুর সাহুকে।

‎পুলিশ জানায়, মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে প্রিয়াংশু ও ধ্রুব মোটরসাইকেলে করে একটি নির্জন, পরিত্যক্ত বাড়িতে যান। সেখানে তারা মদ্যপান করছিলেন। এক পর্যায়ে কথাকাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। এরপর প্রিয়াংশু মাতাল অবস্থায় ঘুমিয়ে পড়লে, ধ্রুব ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। পরে প্রিয়াংশুকে অর্ধনগ্ন অবস্থায় প্লাস্টিক দিয়ে বেঁধে ফেলে রেখে চলে যায়।

‎স্থানীয়দের সহায়তায় প্রিয়াংশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

‎তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত ধ্রুবর বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। প্রিয়াংশুর বিরুদ্ধেও ছিল কিছু ছোটখাটো অপরাধের রেকর্ড। জানা গেছে, দুজনের মধ্যে আর্থিক বিরোধ ছিল দীর্ঘদিনের। পুলিশ সেই সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিচ্ছে।

‎প্রিয়াংশু ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত অমিতাভ বচ্চন অভিনীত স্পোর্টস ড্রামা ‘ঝুন্ড’-এ অভিনয় করেছিলেন। সিনেমাটি নাগপুরের সমাজকর্মী বিজয় বার্সের জীবনী অবলম্বনে নির্মিত হয়। এতে সমাজের পিছিয়ে পড়া শিশুদের নিয়ে গঠিত একটি ফুটবল দলের গল্প তুলে ধরা হয়।

‎নাগপুর পুলিশ হত্যাকাণ্ডের পেছনের মোটিভ ও বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করছে। প্রিয়াংশুর মৃত্যুতে বলিউড অঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top