আপনার সেবায় আপনার সৈনিক - শাকিব খান
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ০০:৪৪

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। নতুন সিনেমা ‘সোলজার’-এর পোস্টার প্রকাশের মাধ্যমে দর্শকদের সামনে হাজির হয়েছেন একদম নতুন রূপে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সিনেমাটির একটি নতুন পোস্টার প্রকাশ করেন শাকিব খান। পোস্টারে দেখা গেছে, এক রহস্যময় ও দৃঢ়চেতা চরিত্রে রূপ দিয়েছেন এ সুপারস্টার। ঠোঁটের উপরে ঘন গোঁফ, তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি ও আত্মবিশ্বাসী ভঙ্গিমা—সব মিলিয়ে একেবারেই অচেনা এক শাকিব খান ধরা দিয়েছেন দর্শকদের সামনে।
পোস্টারটির ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘Your Soldier at Your Service’, বাংলায় যার অর্থ, ‘আপনার সেবায় আপনার সৈনিক’। তার এই নতুন লুক মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকাও প্রশংসা করেছেন শাকিবের এই রূপান্তর।
অভিনেত্রী শাহনাজ খুশি মন্তব্য করেছেন, ‘দৃঢ় সৌন্দর্য ভাই’। কেউ কেউ মন্তব্য করেছেন, শাকিবের এই লুক রণবীর কাপুরের সঙ্গে মিলে যায়।
এর আগে ৭ অক্টোবর প্রকাশিত হয় ‘সোলজার’ সিনেমার ৩৩ সেকেন্ডের একটি ট্রেলার, যা নিয়েও দর্শকমহলে উত্তেজনা তৈরি হয়।
সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এছাড়া আরও রয়েছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশী, রাকিব আবসারসহ আরও অনেকে।
‘সোলজার’ নিয়ে দর্শকমহলে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। শাকিব খানের এই নতুন রূপ এবং সিনেমার ভিন্নধর্মী উপস্থাপনা ঢালিউডে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন অনেকেই।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।