সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

মসজিদে জুতো পরে হেটে ট্রলের শিকার সোনাক্ষী

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৪:৫৩

সংগৃহীত

আবুধাবির পবিত্র শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ঘোরার অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়েই চরম সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সম্প্রতি সাদা পোশাকে মাথায় ওড়না দিয়ে মসজিদের সামনে দাঁড়ানো কয়েকটি ছবি ও ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, “আবুধাবিতেই পেলাম কিছুটা ‘সুকুন’।” কিন্তু সেই শান্তিময় মুহূর্তের ছবিই হয়ে ওঠে বিতর্কের সূত্র।

‎সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অনেকের দাবি, সোনাক্ষী ও তার স্বামী জহির ইকবাল মসজিদে জুতা পরে হাঁটছিলেন—যা ধর্মীয় রীতির অবমাননা বলেই মনে করছেন অনেকে। কড়া ভাষায় প্রশ্ন তোলেন অনেকেই—“মসজিদে জুতা পরে ঘোরার নিয়ম নেই, সেটা জানেন না?”

‎চাপ বাড়তেই অবশেষে নীরবতা ভাঙেন সোনাক্ষী। ইনস্টাগ্রামেই নিজের অবস্থান স্পষ্ট করে তিনি লেখেন,

‎“জুতা পরে ঢুকিনি। নির্দিষ্ট জায়গায় জুতা খুলে ঢুকেছিলাম। এটুকু আমরা জানি। হয়ে গেছে ট্রল করা? এবার আপনার জীবনে এগিয়ে যান।”

‎সোনাক্ষীর এই জবাবকে ঘিরেও শুরু হয়েছে নতুন আলোচনা। একদিকে যেমন ট্রলের ধাক্কা সামলাতে হচ্ছে তাকে, অন্যদিকে তার পাশে দাঁড়িয়েছেন অনুরাগীরা। কেউ কেউ বলছেন, “যে ভদ্রতায় তিনি ব্যাখ্যা দিয়েছেন, তা প্রশংসার যোগ্য।”

‎অনেকে এই ঘটনার সঙ্গে দীপিকা পাড়ুকোনের সাম্প্রতিক মসজিদ পরিদর্শনের ঘটনাকেও তুলনা করেছেন। আবুধাবি ট্যুরিজমের প্রচারণায় হিজাব পরে মসজিদে ঘুরতে গিয়ে তিনিও কটাক্ষের মুখে পড়েছিলেন। একজন লেখেন, “সোনাক্ষীর জন্য স্বাভাবিক, কিন্তু দীপিকার জন্য নয়? দুজনই একই জায়গায় গেছেন, দুজনকেই দারুণ লাগছে। মানুষকে ট্রল করা বন্ধ করুন।”

‎প্রসঙ্গত, সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়ে নিয়েও শুরু থেকেই নানা বিতর্ক ও চর্চা চলছে। কারণ, এটি একটি আন্তঃধর্মীয় সম্পর্ক। তবে শুরু থেকেই সোনাক্ষী স্পষ্ট করেছেন, ধর্ম তাদের ভালোবাসায় বাধা নয়। তিনি বলেন,

‎“আমরা একে অপরের পরিবার ও প্রথাকে সম্মান করি। আমাদের সম্পর্কের শক্তি নিহিত আছে সেই পারস্পরিক শ্রদ্ধাতেই।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top