ইলিয়াস কাঞ্চনকে দেখতে লন্ডনে রোজিনা
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৫:০৫

ঢাকাই চলচ্চিত্রের সোনালি যুগের খ্যাতিমান অভিনেতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। আগস্ট মাসে তার মাথায় অস্ত্রোপচার করা হয়, বর্তমানে তিনি অনকোলজিস্ট ড. ভিনায়ারের তত্ত্বাবধানে টার্গেট থেরাপি নিচ্ছেন।
ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবরে ভক্তদের পাশাপাশি উদ্বিগ্ন দেশের চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরাও। সম্প্রতি তাকে দেখতে হাসপাতালে যান এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা।
রোজিনা জানান, তিনি আগে থেকেই কাঞ্চনের অসুস্থতার বিষয়ে অবগত ছিলেন এবং লন্ডনে অবস্থানকালে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় কাঞ্চনের মানসিক দৃঢ়তা তাকে মুগ্ধ করে।
রোজিনা বলেন, “কাঞ্চন ভাই অসুস্থ হলেও মানসিকভাবে খুবই দৃঢ়। ব্রেনের সমস্যা থাকায় মাঝে মাঝে কিছু স্মৃতি ভুলে যান, তবে overall তাকে অনেক ভালো দেখেছি। উনি এখনো নিয়মিত নামাজ পড়েন, যদিও কথা বলেন একটু আস্তে-ধীরে।”
ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা করে রোজিনা ও চলচ্চিত্র অঙ্গনের অন্যান্য তারকারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চন শুধু একজন সফল চিত্রনায়কই নন, বরং ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি সমাজসেবক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।