সাংবাদিক পরিচয়ে রিপন মিয়ার পরিবারকে হেনস্তা

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১৩:২৩

সংগৃহীত

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার পরিবারকে হেনস্তার অভিযোগ উঠেছে টেলিভিশনের পরিচয়ে আসা কিছু সাংবাদিকের বিরুদ্ধে। সোমবার ঢাকাসহ কয়েকজন সাংবাদিক তার বাড়িতে গিয়ে অনুমতি ছাড়া পরিবারের ভিডিও ধারণ করেন এবং অপ্রসঙ্গিক প্রশ্ন করতে থাকেন বলে অভিযোগ রিপনের।

‎রিপন মিয়া তার ফেসবুক পোস্টে জানান, সাংবাদিকরা তার ঘরের ভেতরেও ঢুকে পড়েন, যেখানে পরিবারের নারী সদস্যরা অবস্থান করছিলেন। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, “আমি কখনোই পরিবারের কাউকে কনটেন্টে ব্যবহার করিনি বা তাদের মুখোমুখি মিডিয়ায় আনার চেষ্টা করিনি।”

‎রিপন আরও বলেন, “আমার কোনো শিক্ষা নেই, পরিবারও সাধারণ। অথচ টিভি চ্যানেলের নাম ব্যবহার করে এমন অনৈতিক আচরণ মেনে নেওয়া যায় না।” যদিও তিনি সংশ্লিষ্ট টিভি চ্যানেলের নাম প্রকাশ করেননি, তবে দোষীদের বিবেকের কাছে প্রশ্ন রেখেছেন।

‎সামাজিক মাধ্যমে এ ঘটনার পর নেটিজেনদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সাংবাদিকতার নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন এবং রিপনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top