মোদির চাটুকারিতায় বিক্রান্ত, স্বরার ব্যঙ্গ

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১৪:২১

সংগৃহীত

বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসিকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে তার একটি মিউজিক ভিডিওর কারণে। ভিডিওটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় স্লোগান ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’ ব্যবহৃত হওয়ায় সামাজিক মাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

‎নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে কেউ কেউ ভিডিওটির প্রশংসা করছেন, অন্যদিকে অনেকেই প্রশ্ন তুলেছেন—রাজনৈতিক স্লোগানভিত্তিক কনটেন্টে অংশগ্রহণ করে কি একজন অভিনেতা তার নিরপেক্ষতা হারান না? অনেকেই এই ভিডিওটিকে 'চাটুকারিতা' হিসেবে দেখছেন এবং বিক্রান্তকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক মন্তব্য ছড়াচ্ছেন সামাজিক মাধ্যমে।

‎বিতর্ক আরও ঘনীভূত হয় যখন একটি ব্যঙ্গাত্মক ভিডিও ভাইরাল হয়, যেখানে juxtapose করা হয় বিক্রান্ত ম্যাসির 'টুয়েল্ভথ ফেল' সিনেমার একটি দৃশ্য এবং এই মিউজিক ভিডিওর ক্লিপ। সিনেমার দৃশ্যে বিক্রান্তের সংলাপ ছিল:

‎“গরিবেরা যদি অশিক্ষিত হয়ে থেকে যান, তা হলেই তো তারা ভেড়া-ছাগলের মতো নেতাদের ইশারায় চলবেন। এই মানুষগুলোই আসলে ভোটব্যাঙ্ক। ধর্ম, জাতের কথা বলে এদের থেকে ভোট পাওয়া যায়।”

‎এই সংলাপের সঙ্গে তার মুখে মোদির প্রচারস্লোগান মিলিয়ে তৈরি করা হয় ব্যঙ্গাত্মক কনটেন্ট, যেখানে অভিযোগ তোলা হয়—পর্দায় অভিনেতারা একরকম বার্তা দেন, অথচ বাস্তবে তাদের কাজ ঠিক তার বিপরীত।

‎এই ভিডিওটি আরও আলোচনায় আসে যখন একজন জনপ্রিয় অভিনেত্রী, যিনি আগে থেকেই মোদি-বিরোধী হিসেবে পরিচিত, সেটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিক্রান্তের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।

‎এই ঘটনার প্রেক্ষিতে এখনও বিক্রান্ত ম্যাসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিতর্কটি বলিউডে তার রাজনৈতিক অবস্থান এবং শিল্পীদের নিরপেক্ষতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top