৭০ বছরের বাচ্চাদের ঘুম পাড়ান তামান্না— বিতর্কে অভিনেতা
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১৬:০০

বলিউডের বর্ষীয়ান অভিনেতা আন্নু কাপুর সম্প্রতি এক পডকাস্টে অভিনেত্রী তামান্না ভাটিয়াকে নিয়ে অশোভন মন্তব্য করে চরম বিতর্কের মুখে পড়েছেন। অনুষ্ঠানে তামান্নার শারীরিক গঠন ও অতীত মন্তব্য নিয়ে উপহাসমূলক কথাবার্তা বলেন তিনি। এতে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে, বিশেষ করে তামান্নার ভক্তদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, তামান্না ভাটিয়া বলিউড ও দক্ষিণী সিনেমায় ‘মিল্কি বিউটি’ নামে পরিচিত। যদিও তামান্না নিজেই একাধিকবার জানিয়েছেন, এই বিশেষণটি তিনি পছন্দ করেন না। তবে পডকাস্টে তাকে নিয়ে প্রশ্ন করা হলে আন্নু কাপুর বলেন,
“কি সুন্দর, দুধের মতো সাদা শরীর তামান্নার।”
এতেই থেমে থাকেননি তিনি। তামান্নার একটি পুরোনো মন্তব্যকে ব্যঙ্গ করে আন্নু বলেন,
“সে (তামান্না) বলেছিল তার ‘আজ কি রাত’ গান শুনে অনেক শিশু ঘুমিয়ে পড়ে। আমি জানতে চাই— কত বয়সের বাচ্চারা সেই গান শুনে ঘুমায়? ৭০ বছরের বাচ্চাও হতে পারে।”
এমনকি আরও কটাক্ষ করে তিনি বলেন,
“সে নিজের গান আর শরীর দিয়ে আমাদের বাচ্চাদের ঘুম পাড়াচ্ছে— এটা দেশের জন্য বড় উপকার।”
এই মন্তব্যগুলো দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। বহু ভক্ত ও সাধারণ দর্শক ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন,
“আন্নুজি, আপনার বয়স ও মর্যাদার সঙ্গে এই ধরনের মন্তব্য মানায় না।”
আরেকজন লেখেন, “একজন প্রবীণ শিল্পীর মুখে এমন ভাষা লজ্জাজনক।” এখনও পর্যন্ত তামান্না ভাটিয়া এই ঘটনার বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে ভক্তদের দাবি, একজন শিল্পী হিসেবে আন্নু কাপুরের আরও সংবেদনশীল ও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।
ঘটনাটি ঘিরে বলিউডে নতুন করে নারীদের প্রতি সম্মানবোধ ও শিল্পীদের আচরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।