তনির তৃতীয় স্বামী কে এই সিদ্দিক?
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১৯:২১

আলোচিত নারী উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার নতুন স্বামীর নাম মো. সিদ্দিক, যিনি একজন যুক্তরাজ্যপ্রবাসী ব্যবসায়ী ও মানসিব টেলিকমের মালিক এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।
রোববার (১২ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে সিদ্দিক দুজনের একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে স্ত্রীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন,
"আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনো তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি।"
একই রাতে, অর্থাৎ রোববার দিবাগত (১৩ অক্টোবর) রাতে স্বামীর জন্মদিন উপলক্ষে তনি-ও একগুচ্ছ ছবি পোস্ট করে লিখেছেন,
"জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।"
তনির বিয়ের খবর সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের কৌতূহল বাড়ে—কাকে বিয়ে করলেন তনি? জানা গেছে, মো. সিদ্দিক যুক্তরাজ্যের ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয় (DMU) থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন এবং বর্তমানে সেখানেই বসবাস করছেন। তার দেশের বাড়ি খুলনায়।
তনির আগের ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচনা হয়নি। গত বছরের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তনির দ্বিতীয় স্বামী ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। বয়সের ব্যবধানের কারণে সে সময় তনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। ফেসবুক লাইভে এলে তাকে নানা রকম ট্রলের শিকার হতে হতো।
তবে অতীতকে পেছনে ফেলে নতুন জীবনের শুরু করলেন তনি। সোশ্যাল মিডিয়ায় স্বামী-স্ত্রীর একে অপরের প্রতি ভালোবাসাপূর্ণ পোস্ট ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।