নিশি, এমা অ্যাওয়ার্ড জয়ী প্রথম বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১২:৩৫

বাংলাদেশের জন্য এক বিশাল খবর! প্রথমবারের মতো কোনো বাংলাদেশি চলচ্চিত্র যুক্তরাষ্ট্রে এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাওয়ার্ডস (এমা)-এ বিজয়ী হয়েছে। গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’ ৩৫তম এমা অ্যাওয়ার্ডসের স্টুডেন্ট ক্যাটেগরিতে পুরস্কার জিতেছে।
স্থানীয় সময় ১১ অক্টোবর লস অ্যাঞ্জেলসে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রযোজনা সংস্থা জানিয়েছে, ‘নিশি’ এখন বিশ্বের সেরা তিনটি স্টুডেন্ট ফিল্মের মধ্যে অন্যতম। পরিচালক রাব্বানী এই অর্জনকে বাংলা চলচ্চিত্রের জন্য “গৌরবময়” বলেছেন।
‘নিশি’র গল্পে উঠে এসেছে পরিবেশ, সমাজ ও মানবিক বাস্তবতা। পানির সংকটের কারণে এক চা শ্রমিক পরিবারের কন্যার শিক্ষা বন্ধ হওয়া এবং সেই সুযোগে এক কাঠ ব্যবসায়ীর বাল্যবিবাহে বাধ্য করার করুণ গল্প বলা হয়েছে এখানে।
সিলেটের চা বাগানে শুটিং হওয়া এই ছবির পোস্ট-প্রোডাকশন হয়েছে পোল্যান্ডের লজ ফিল্ম স্কুলে, যা বাংলাদেশের জন্য একটি নতুন মাইলফলক। ‘নিশি’ এখন আন্তর্জাতিক উৎসবগুলোতে যাচ্ছে, এবং শীঘ্রই এটি বাংলাদেশেও প্রদর্শিত হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।