অহান পাণ্ডে ও অনীত পড্ডার প্রেমের বাঁধনে বাঁধা পড়েছেন
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১২:৫৮

‘সাইয়ারা’ সিনেমার রসায়ন শুধু পর্দায় নয়, বাস্তবেও! জনপ্রিয় এই সিনেমার জুটি অহান পাণ্ডে ও অনীত পড্ডার এখন বিনোদন অঙ্গনের আলোচিত নাম। সিনেমার পর্দায় দর্শককে মুগ্ধ করার পর এবার বাস্তব জীবনেও যে তারা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন—সেই জল্পনায় এবার যেন সিলমোহর পড়ে গেল অহানের একটি পোস্টের মাধ্যমে।
সোমবার (১৩ অক্টোবর) ছিল অনীত পড্ডারের ২৩তম জন্মদিন। বিশেষ এই দিনে অনীতের সঙ্গে কিছু একান্ত মুহূর্তের ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন অহান। আর তাতেই নতুন করে আলোচনায় উঠে আসে তাদের সম্পর্কের বিষয়টি।
ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায়, ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’-এর কনসার্টে একসঙ্গে উপস্থিত ছিলেন এই জুটি। একটি ছবিতে চোখ বন্ধ করে কনসার্ট উপভোগ করছেন অহান, আর তার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে শুয়ে আছেন অনীত—মুখে প্রশান্তির ছাপ। জানা যায়, এই কনসার্টটি হয়েছিল চলতি বছরের শুরুতেই, অর্থাৎ ‘সাইয়ারা’ সিনেমা মুক্তির আগেই। এতে আরও জোরালো হয়েছে ধারণা, ছবির শুটিং চলাকালেই গড়ে ওঠে তাদের মধ্যকার সম্পর্ক।
সূত্রের দাবি, অহান ও অনীত বেশ কিছুদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন। একসঙ্গে কাজ করার সময় থেকেই একে অপরের প্রতি টান অনুভব করেন তারা। বর্তমানে তারা একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানা গেছে।
গত ১৮ জুলাই মুক্তি পাওয়া ‘সাইয়ারা’ সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই সফলতার পেছনে জুটির পর্দার রসায়নকে বড় কারণ হিসেবে দেখছেন অনেকে। এখন বাস্তব জীবনের এই নতুন অধ্যায়ে তাদের সম্পর্ক যে আরও বেশি আলোচনায় আসবে, তা বলাই যায়।
ভক্তরা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসাচ্ছেন এই জুটিকে। তবে তারা এখনো নিজেদের সম্পর্ক নিয়ে সরাসরি মুখ খোলেননি। এখন দেখার বিষয়, কবে তারা তাদের প্রেমের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।