আজ পিয়া জান্নাতুলের জন্মদিন
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৪:৫২

আজ ১৪ অক্টোবর, বাংলাদেশের মডেল, অভিনেত্রী ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া, যিনি পিয়া জান্নাতুল নামে সমধিক পরিচিত, পা রাখলেন জীবনের ৩৪তম বছরে। ১৯৯১ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন খুলনায়।
“সাহস, সৌন্দর্য আর মেধার দুর্দান্ত সমন্বয় যাকে বলা যায় – তিনি পিয়া জান্নাতুল।”
এই কথাটির যথার্থ উদাহরণ তিনি নিজেই। শুধুমাত্র মডেলিং বা গ্ল্যামার জগতে নয়, পেশাদার আইনজীবী হিসেবেও নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন পিয়া।
২০০৭ সালে মাত্র ১৮ বছর বয়সে মিস বাংলাদেশ খেতাব অর্জনের মাধ্যমে তার যাত্রা শুরু হয়। এর পর থেকেই দেশের প্রথম সারির মডেল হিসেবে নিজেকে প্রমাণ করেন তিনি। আন্তর্জাতিক মঞ্চেও রেখেছেন সফল পদচিহ্ন—ভারতের কলকাতা ফ্যাশন উইক, দুবাই ফ্যাশন শো, এবং আরও অনেক আন্তর্জাতিক আয়োজনে অংশ নিয়েছেন তিনি।
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হয় তার। তার অভিনয় প্রশংসিত হয় দর্শকমহলে।
তবে গ্ল্যামার দুনিয়ার বাইরেও রয়েছে পিয়ার আরেকটি পরিচয়—তিনি একজন আইনজীবী।
তিনি যুক্তরাজ্য থেকে বার অ্যাট ল সম্পন্ন করে বর্তমানে আইন পেশায় সক্রিয় রয়েছেন। তার এই বহুমাত্রিকতা—র্যাম্প, রূপালি পর্দা এবং রীতিমতো আদালতের কাঠগড়া—বাংলাদেশের নারী সমাজের জন্য এক অনন্য অনুপ্রেরণা।
তবে এখানেই থেমে নেই তার পথচলা। উপস্থাপক হিসেবেও তিনি বেশ পরিচিত। বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে ইংরেজিতে সাবলীল উপস্থাপনার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।
আজকের দিনে, পিয়া জান্নাতুল শুধুমাত্র একটি নাম নয়—তিনি একজন আইকন, একজন রোল মডেল।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।