বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

জীবনের সেরা সময় পার করছেন ভিকি-ক্যাটরিনা

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১২:৪৯

সংগৃহীত

জীবনের অন্যতম সেরা সময় পার করছেন বলিউডের জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে নিজেরা প্রকাশ্যে আনলেন সুখবর—তাদের ঘরে আসছে নতুন অতিথি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন ক্যাটরিনার বেবি বাম্পের ছবি, যা দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।

‎এই খবরে শুধু ভক্ত নয়, পরিবার ও বলিউড অঙ্গনেও আনন্দের বন্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো সন্তানের আগমন নিয়ে মুখ খুলেছেন ভিকি কৌশল। হবু বাবা ভিকি এই সময়টিকে জীবনের “সবচেয়ে বড় আশীর্বাদ” বলে অভিহিত করেন।

‎ভিকি বলেন, “এটা সত্যিই অনবদ্য একটা অনুভূতি, যা বলে বোঝানো যায় না। এই সময়টা আমরা ভীষণভাবে উপভোগ করছি। মাঝেমধ্যে তো মনে হয়, আর বাড়ির বাইরে যেতেই পারব না!”

‎জানা গেছে, ক্যাটরিনার গর্ভাবস্থার প্রতিটি মুহূর্তে পাশে থাকার জন্য শুটিং ও অন্যান্য কাজ কমিয়ে দিয়েছেন ভিকি। অধিকাংশ সময় তিনি কাটাচ্ছেন স্ত্রীর সঙ্গেই। ভিকির কথায়, “একরত্তির বেড়ে ওঠার কোনো মুহূর্ত মিস করতে চাই না, তাই এখন থেকে পরিবারই আমার অগ্রাধিকার।”

‎উল্লেখ্য, চলতি মাসের শুরুতে ভিকির ভাই সানি কৌশলও সংবাদমাধ্যমে জানান, এই খবরে তারা যেমন আনন্দিত, তেমনি কিছুটা নার্ভাসও। যদিও শুরুতে ক্যাটরিনার ঢিলেঢালা পোশাক ঘিরে গুঞ্জন ছিল তুঙ্গে, এবার তা স্পষ্ট করেই জানিয়ে দিলেন এই তারকা দম্পতি।

‎সব মিলিয়ে, এখন শুধু সময়ের অপেক্ষা। খুব শিগগিরই নতুন অতিথির আগমনে আরও রঙিন হতে চলেছে ক্যাটরিনা-ভিকির সংসার। ভক্তরা দিন গুনছেন সেই বিশেষ মুহূর্তের জন্য।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top