সত্যিই কি মা হতে চলেছেন অভিনেত্রী সোনাক্ষী?
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১৩:২২

বলিউডে ফের জল্পনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে মুম্বাইয়ের এক ঝলমলে অনুষ্ঠানে স্বামী জহির ইকবালের হাত ধরে হাজির হন সোনাক্ষী। আর তাতেই শুরু হয়েছে নতুন করে জল্পনা—সত্যিই কি মা হতে চলেছেন অভিনেত্রী?
অনুষ্ঠানে সোনাক্ষীর পরনে ছিল ঢিলেঢালা সাদা-লাল রঙের অনারকলি চুড়িদার। সঙ্গে কপালে লাল টিপ ও সিঁথিতে সিঁদুর। উপস্থিত অনুরাগীদের একাংশের দাবি, ঢিলেঢালা পোশাকের আড়ালেই তিনি গর্ভাবস্থাকে ঢাকছেন। অনেকেই দাবি করেছেন, অভিনেত্রী বারবার ওড়না দিয়ে নিজের স্ফীতোদর ঢাকার চেষ্টা করছিলেন।
এর পাশাপাশি সোনাক্ষীর চোখেমুখে 'মাতৃত্বের ঔজ্জ্বল্য' দেখেছেন বলেও দাবি করেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে সেই ভিডিও ভাইরাল, যেখানে সোনাক্ষী ও জহিরকে একসঙ্গে হাতে হাত রেখে অনুষ্ঠানে প্রবেশ করতে দেখা যায়। ভিডিওটি ঘিরেই নতুন করে উসকে উঠেছে এই গুঞ্জন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৩ জুন প্রেমিক জহির ইকবালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী। বিয়ের কয়েক মাস পর থেকেই একাধিকবার তাঁর গর্ভাবস্থা নিয়ে গুজব ছড়ায়। যদিও প্রত্যেকবারই সোনাক্ষী ও জহির তা হেসে উড়িয়ে দিয়েছেন। এমনকি একবার অভিনেত্রী নিজেই বলেন, “আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গিয়েছি।”
তবে এবার পরিস্থিতি কিছুটা আলাদা বলেই মনে করছেন অনুরাগীরা। কারণ, তাদের মতে সোনাক্ষীর হাবভাব, পোশাক এবং মুখের উজ্জ্বলতাই বলছে অন্য কথা।
তবে এখন পর্যন্ত সোনাক্ষী বা জহির, কেউই এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি। ফলে এটি নিছক গুজব, নাকি সত্যিই নতুন অধ্যায়ের সূচনা—তা জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।