অসুস্থ হানিয়া আমির, নেয়া হয়েছে হাসপাতালে
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১৫:১৫

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির হঠাৎ অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সম্প্রতি একটি আন্তর্জাতিক পুরস্কার অনুষ্ঠানে অংশ নিতে তিনি হিউস্টনে যান। তবে অনুষ্ঠানের আগেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল থেকে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিওতে হানিয়াকে ক্লান্ত ও অসুস্থ অবস্থায় দেখা গেছে। এতে সামাজিক মাধ্যমে তার ভক্তদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। কেউ কেউ প্রশ্ন করছেন, “হানিয়ার কী হয়েছে?” আবার অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনায় যুক্ত হয়েছেন।
হানিয়ার হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়ার প্রকৃত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বিবৃতি আসেনি। চিকিৎসকদের পক্ষ থেকেও তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে কোনো তথ্য জানানো হয়নি।
ইনস্টাগ্রামে ১ কোটি ৯০ লাখেরও বেশি অনুসারী থাকা হানিয়া আমির পাকিস্তানের অন্যতম আলোচিত ও জনপ্রিয় সেলিব্রেটি। তাই তার স্বাস্থ্য সংকট ভক্তদের মনে গভীর প্রভাব ফেলেছে। অনেকে পুরনো ভিডিও ও ছবি শেয়ার করে তাকে ভালোবাসা ও সমর্থন জানাচ্ছেন।
সম্প্রতি পাকিস্তানের গণ্ডি ছাড়িয়ে সীমান্তের বাইরে কাজ শুরু করেছেন হানিয়া। পাঞ্জাবি তারকা দিলজিৎ দোসাঞ্জ–এর সঙ্গে ‘সরদার জি ৩’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে উপমহাদেশের বিনোদন মহলে আলোচনায় আসেন তিনি। তার এই পদক্ষেপকে অনেকেই ‘সাহসী’ ও ‘গেম চেঞ্জিং’ বলে আখ্যা দিয়েছেন।
ভক্তরা এখন হানিয়ার পক্ষ থেকে সরাসরি কোনো আপডেটের অপেক্ষায় আছেন। তবে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।