বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

সুহানা খান ও অগস্ত্যা নন্দা আবারও প্রেমের গুঞ্জনে, ভাইরাল পার্টির নাচের ভিডিও

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১৬:২৩

সংগৃহীত

বলিউডে আবারও চর্চার কেন্দ্রে উঠে এসেছেন শাহরুখ খানের কন্যা সুহানা খান এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা। সম্প্রতি মুম্বাইয়ের এক পার্টিতে তাদের ঘনিষ্ঠভাবে নাচতে দেখা যায়, আর সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

‎ভিডিওটিতে দেখা যায়, অমিতাভ বচ্চনের জনপ্রিয় গান ‘কাজরা রে’-এর তালে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে নাচছেন সুহানা ও অগস্ত্যা। তাদের সঙ্গে ছিলেন অগস্ত্যার মা শ্বেতা বচ্চনও। স্বতঃস্ফূর্ত ওই পরিবেশে দু’জনের সাবলীল ঘনিষ্ঠতা নজর এড়ায়নি নেটিজেনদের।

‎এই ঘটনার পর বলিউড পাড়ায় আবারও শুরু হয়েছে গুঞ্জন—তবে কি সত্যিই প্রেমের সম্পর্কে রয়েছেন এই দুই স্টারকিড?

‎এর আগেও সুহানা-অগস্ত্যাকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে ও পারিবারিক গেট টুগেদারে দেখা গেছে। ২০২৩ সালে জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে দুজনেই বলিউডে পা রাখেন। সেই সময় থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে কানাঘুষা চলছিল, যদিও কেউই এ বিষয়ে মুখ খোলেননি।

‎ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন, “বন্ধুত্ব নাকি প্রেম? সময়ই বলবে।” কেউ কেউ আবার বলছেন, “ওদের কেমিস্ট্রি নজর কাড়ার মতো।”

‎বর্তমানে দুজনেই বলিউড ক্যারিয়ারের শুরুতে রয়েছেন। অভিনয়ের পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের কৌতূহল বাড়ছে।

‎তবে এই সম্পর্ক নিয়ে সুহানা বা অগস্ত্যার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top